মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়িত হয়েছেন ফাতেমা-তুজ-জোহরা। তিনি বর্তমান ইউএনও শামীম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হিসেবে ১০ ডিসেম্বর যোগদান করবেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতে বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এ বদলির অনুমোদন দিয়েছে। একই সাথে চুয়াডাঙ্গা সদরের বর্তমান ইউএনও শামীম ভূঁইয়াকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
নবাগত ইউএনও ফাতেমা তুজ জোহরা ৩৩তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি রংপুর জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি ২০২১ সালের ১৮ মে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
আপনার মতামত লিখুন :