ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণের পরপরই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক জনাব মো: এইচ এম জাকির হোসাইন সভাপতি শিবপুর উপজেলা, বাংলাদেশ প্রেস ক্লাব। পরে সম্মিলিতভাবে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সাংবাদিক জনাব মোঃ এ.আর.এম.মামুন প্রকাশক সম্পাদক, দৈনিক সময়ের চিত্র ও কেন্দ্রীয় সহ-সভাপতি এবং প্রধান প্রশিক্ষণ সমন্বয়কারী, বাংলাদেশ প্রেস ক্লাব, সাংবাদিক প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং সাংবাদিক জনাব ডক্টর মোঃআবু তাহের এডভোকেট সাংবাদিক,লেখক ও কলামিস্ট।
সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা। দুপুরে খাবার বিরতির পর প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিদের বক্তব্য প্রদান করেন। পরে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। সনদ বিতরণের পরপরই অনুষ্ঠানের সভাপতি বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে বিশাল কেক কেটে বাংলাদেশ প্রেস ক্লাব নরসিংদী জেলা শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নরসিংদী জেলা শাখার প্রতিটি উপজেলা /থানার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সাংবাদিক সহযোদ্ধারা। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, আইনজীবী, ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ প্রেস ক্লাব নরসিংদী জেলা শাখার আশপাশের সকল জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক।
সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক জনাব মোঃ নান্নু মিয়া সকলের মাঝে বাংলাদেশ প্রেস ক্লাব নরসিংদী জেলা শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :