ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

কাশিমপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

✒ দৈনিক কলম যোদ্ধা-যেখানে অপরাধ, সেখানেই কলম যোদ্ধা প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ

মোঃ হাবিবুল বাশারঃ

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকায় নিজ কন্যাকে ধর্ষনের অভিযোগে ধর্ষক পিতাকে গ্রেফতার করেছেন কাশিমপুর থানা পুলিশ।গত বুধবার (৬ ডিসেম্বর) ভুক্তভোগীর মা পারুল বেগম তার স্বামী শরিফ মোল্লার বিরুদ্ধে নিজ কন্যাকে ধর্ষনের বিষয়ে কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়েই রাত্রে ধর্ষক পিতাকে গ্রেফতার করেছেন কাশিমপুর থানা পুলিশ।পিতা নামের কুলঙ্গার শরিফ মোল্লা চাঁদপুর সদরের বাখরপুর গ্রামের বাসিন্দা।তিনি কাশিমপুর ৫নং ওয়ার্ডের সুরাবাড়ি এলাকার মোহনের বাড়ির ভাড়াটিয়া,তিনি দুই কন্যার জনক তার বড় কন্যা ফতেমা আক্তার মিম এর বয়স (১৭) সে তার নানুর বাড়িতে লেখাপড়া করে, ছোট মেয়ে সুমাইয়া আক্তার মুন্নি (১৩) মা-বাবার সাথে থেকেই মাদ্রাসায় পড়ালেখা করে।
ধর্ষক শরিফ মোল্লার অভাবের সংসার,তার স্ত্রী ও গার্মেন্টস চাকুরি করার কারণে ফাঁকা বাড়িতে নিজ কন্যাকে হত্যা ও মারধর এর ভয়ভীতি প্রদর্শন করে প্রায়ই সময় ধর্ষণ করতো নরপশু পিতা নামের কুলঙ্গার শরিফ মোল্লা।বড় বোন ফাতেমা আক্তার মিম নানির বাড়ি থেকে বেড়াতে আসলে ভুক্তভোগী ছোট বোন সুমাইয়া আক্তার মুন্নিও নিজেদের বাসায় না থেকে বড় বোনের সাথে নানুর বাড়িতে চলে যেতে চায়।পিতা মাতার সাথে বাসায় না থাকার কারন জানতে চাইলে
ভুক্তভোগী তার বোনকে সমস্ত ঘটনা জানায়।

বিষয়টি জানাজানি হলে মা পারুল বেগম পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানায়।তাৎক্ষণিক এ ঘটনায় শিশুটির মা নারী ও শিশু নিযার্তন দমন আইনে একটি অভিযোগ দায়ের করেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফিউল করিম রাফি জানান, এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করলে অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করা হয়। এবং ধর্ষক পিতাকে গ্রেফতার করা হয়। ধর্ষক পিতাকে ধর্ষনের দায়ে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষিতা ওই কন্যাকে ডাক্তারি পরীক্ষা করার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।