ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

রামপালে মাদকসহ আটক ২

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২২ অপরাহ্ণ

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃতরা হলেন-পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার সমোর চন্দ্র দে’র ছেলে শাওন কুমার দে ওরফে শয়ন চন্দ্র দে(২১) ও বাগেরহাট সদর উপজেলার কে, আলী দরগাহ এলাকার মৃত জব্বার শেখের ছেলে শেখ জাহিদ হাসান(৩৮)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সাব-ইন্সফেক্টর মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে শাওনকে ৪৫(পঁয়তাল্লিশ) গ্রাম ও সাব-ইন্সফেক্টর মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে জাহিদকে ৫১ (একান্ন) গ্রাম গাঁজাসহ আটক করেন।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, গতরাতে অভিযান চালিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র ও পেড়িখালী স্কুলের সামনে থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। আজ (২৩ সেপ্টেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকদের সাথে কোন আপোষ নাই৷ আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল, বাগেরহাট।
তাং-২৩/০৯/২০২৩
মোবাঃ ০১৭৬২৭১৮৭৫৪

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে জাহাজ

রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-১১ নম্বরে নোঙর করে জাহাজটি। এরপর সকালের শিফট থেকে জাহাজটি থেকে আমদানি করা কয়লা লাইটার ভেসেলে খালাস শুরু হয়েছে। সক্ষমতানুযায়ী লাইটারে বোঝাই শেষে ওই লাইটারেজে করে কয়লা নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড, খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, এমভি বসুন্ধরা ইমপ্রেস জাহাজটি ৪৯ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে বাংলাদেশে আসে। সেখান থেকে প্রথমে ১৮ হাজার ৪০০ মেট্রিকটন কয়লা চট্রগ্রাম বন্দরে খালাস করা হয়। সেগুলো লাইটার যোগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। জাহাজে থাকা অবশিষ্ট ৩১ হাজার ৩০০ মেট্রিকটন কয়লা নিয়ে আজ ভোরে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক জাহাজটি মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করে।
তিনি আরও জানান, কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে এই কয়লা লাইটার জাহাজে করে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে সেখান থেকে ইয়ার্ডে রাখা হবে।