ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

গাক RMTP প্রকল্পের আওতায় মেশিন ক্রয়ে অনুদানের চেক প্রদান

✒ দৈনিক কলম যোদ্ধা-যেখানে অপরাধ, সেখানেই কলম যোদ্ধা প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৯:৩৮ অপরাহ্ণ

বগুড়া জেলা প্রতিনিধিঃ গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বাস্তবায়িত RMTP প্রকল্পের আওতায় বগুড়া সদর উপজেলার “আর.কে ভেট এন্ড পেট কেয়ার সেন্টার” এর আধুনিকায়নে আল্ট্রা সাউন্ড মেশিন ক্রয়ে অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন “আর.কে ভেট এন্ড পেট কেয়ার সেন্টার” এর স্বত্ত্বাধিকারী উদ্যোক্তা ডা. রিপন কুমার মন্ডলের হাতে অনুদানের চেক তুলে দেন।

আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডানিডা এবং পিকেএসএফ এর অর্থায়নে গাক কর্তৃক বাস্তবায়িত RMTP প্রকল্পের আওতায় চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ রাফিউল ইসলাম, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন, সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মো: জিয়াউদ্দিন সরদার, জিআইটি’র অধ্যক্ষ মোঃ আহসান হাবিব, প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মোঃ জিয়াউর রহমান সহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। বগুড়া জেলায় খামারীদের পালিত গবাদী প্রাণীর গর্ভধারণ ও রোগ শনাক্তকরণ পূর্বক সঠিক চিকিৎসার মাধ্যমে খামারের উৎপাদনশীলতা ও পুনরুৎপাদন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এই পোর্টেবল আল্ট্রা সাউন্ড মেশিনটি খামারী পর্যায়ে যুগোপযোগী পরিসেবা প্রদানে কার্যকারী ভূমিকা রাখবে বলে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার পক্ষ হতে জানানো হয়।