জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দাঁত ভেঙে দিলো চাচাতো ভাই। ৬ ডিসেম্বর বুধবার বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বলার বাড়ি গ্রামের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত আব্দুল হকের ছেলে মোঃ চান মিয়া (৭০) এবং মোঃ চান মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম(৪৮), মোঃ রেজাউল করিম(৪৬) ও মোঃ এনামুল হক(৩৭) দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মৃত আঃ রহমানের ছেলে মোঃ জহুরুল ইসলামকে এলোপাথারি মারপিট করেন । এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগ সূত্রে জানা যায়, জহুরুল ইসলামের শর্ত দখলীয় সম্পত্তি চান মিয়া এবং তার ছেলেরা অবৈধভাবে বেদখল করার চেষ্টা করেন । এ বিষয়ে জহরুল হক বাদী হয়ে ১৪৪ ও ১৪৫ ধারায় বগুড়া বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছেন । উক্ত মামলার তদন্তের জন্য গত ০৬ ডিসেম্বর ধুনট থানা সহকারী কমিশনার ভূমি প্রেরিত সার্ভেয়ার মোঃ সেলিম হোসেন তদন্তে যান । মামলার আসামি হওয়ায় ক্ষিপ্ত হয়ে চান মিয়া এবং তার ছেলেরা জহরুল ইসলামকে বেধড়ক মারপিট করেন । আহত অবস্থায় জহুরুল ইসলামকে মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ জহির উদ্দিন (৪৪) ও মোঃ শহিদ (৫০)এবং মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ নাজমুল হক (৩২) উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, বর্তমানে জহুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থাকলেও তার পরিবারের অন্যান্য সদস্যরা হুমকির মুখে রয়েছেন।
আপনার মতামত লিখুন :