ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

নরসিংদীতে ১০ কেজি গাঁজা সহ নুরতাজ বেগম গ্রেপ্তার

✒ দৈনিক কলম যোদ্ধা-যেখানে অপরাধ, সেখানেই কলম যোদ্ধা প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৩:১৬ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন প্রধান শিবপুর প্রতিনিধি নরসিংদীঃ  নরসিংদীতে গত 7/12723 ইং বুধবার রাত অনুমান ৮:৩০ টায় ১০ কেজি গাঁজা সহ তাকে পুলিশ আটক করে, বিশ্বস্ত সূত্রে জানা যায় রাত অনুমান তিন টায় অসুস্থতা বোধ করলে জেলা হাসপাতালে ভর্তি করিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল পাঁচটায় সে মৃত্যুবরণ করেন । জানা যায় শ্বাসকষ্ট ও রিদ ক্রিয়া বন্ধ হয়েছে মারা গেছে।
হুবহু অভিযোগ প্রকাশ করা হলো সোহেল রানা, কং/১৩১৩ মাহমুদুল হাসান, কং/১০৬২ রিয়ান হোসেন, কং/৬৯৩ সাকিবুল হাসান
মানিক, নারী কং/৭২৮ রিক্তা, সর্ব জেলা গোয়েন্দা শাখা, নরসিংদী গ্রেফতারকৃত আসামী ১। নুরতাজ
বেগম (৬০), স্বামী-মৃত পিয়ার হোসেন, পিতা-মৃত আঃ হক, সাং-দক্ষিন কান্দাপাড়া, থানা ও জেলা-
নরসিংদী এবং ধৃত আসামীর দখল হইতে উদ্ধারকৃত আলামত সর্বমোট ১০ (দশ) কেজি গাঁজা ও মূল জব্দ
তালিকাসহ থানায় হাজির হইয়া গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে,
জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর সাধারণ ডায়রী নং-১০০, তারিখ-০৬/১২/২০২৩ ইং মূলে নরসিংদী
সদ্য ০৭/১২/২৩ ইং মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলা কালে ইং-০৬/১২/২০২৩ তারিখ ২০.০৫ ঘটিকায়
তারিখ ০০,০৫ নরসিংদী মডেল থানাধীন বাসাইল চক্ষু হাসপাতালের সামনে অবস্থান করা কালীন গোপন সূত্রে সংবাদ পাই ।
ঘটিকার সময় যে, নরসিংদী মডেল থানাধীন ভেলানগর সাকিনস্থ জেলখানার মোড় ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে
জেলা গোয়েন্দা লিবান রেস্টুরেন্ট এর সামনে ফাঁকা জায়গায় ০১ জন মহিলা মাদকদ্রব্য গাঁজা বিক্রির জন্য অবস্থান নেয়। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিয়া সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা
কর্তৃক এজাহারনের জন্য সঙ্গীয় ফোর্স সহ রওনা করিয়া ইং-০৬/১২/২০২৩ তারিখ ২০.১০ ঘটিকায় উক্ত স্থানে
প্রান্ত হওয়া পৌছিলে ০১ জন মহিলা ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের
নরসিংদী মডেল থানাধীন ভেলানগর সাকিনস্থ জেলখানার মোড় ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম
পাশে মেজবান রেস্টুরেন্ট এর সামনে ফাঁকা জায়গা হইতে ০১ জন মহিলাকে আটক করি। প্রাথমিক
05/280 জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম, ঠিকানা প্রকাশ করে। উপস্থিত সাক্ষী (ক) মোঃ রমজান মিয়া (৩৫),
7:09/02/2পিতা-কারু মিয়া, (খ) মোঃ মুন্না মিয়া (২২), পিতা-আবু কালাম, উভয় সাং-চিনিশপুর, থানা ও জেলা-
বরং মাদক দূরসিংদী, (গ) নারী কং/৭২৮ রিক্তা, জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীদের সম্মুখে ধৃত আসামী নুরতাজ
২০১৮ সাল
৩৬ এর কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০৫ (পাঁচ) কেজি গাঁজা। সর্বমোট ১০ (দশ) কেজি গাঁজা উপস্থিত
১৯খ রুজ স্বাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক ও টর্চ লাইটের আলোতে উদ্ধার পূর্বক
করা হলে
অবস্থায় ০৫ (পাঁচ) কেজি গাঁজা এবং বাম হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর
ইং-০৬/১২/২০২৩ তারিখ
/ ২০.৩০ ঘটিকায় জব্দ করিয়া জব্দ তালিকায় নিজে স্বাক্ষর করিয়া সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ শেষে আলামত ও
আসামীকে নিজ হেফাজতে নেই। জব্দকৃত সর্বমোট ১০ (দশ) কেজি গাঁজার মূল্য অনুমান – ২,০০,০০০/-
(দুই লক্ষ) টাকা। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করে
আসিতেছে বলিয়া স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ
(আবুল কাশেম ভূঁইগোটিতে রাখিয়া ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(খ) ধারায় অপরাধ
বিপি-৭৪০২০৫৩ রিয়াছে। গ্রেফতারকৃত আসামীকে নিয়ে আরো মাদকদ্রব্য উদ্ধার অভিযান শেষে থানায় আসিয়া এজাহার
নরসিংদী মডেল থানা, দায়েরী করিতে বিলম্ব হইল। এ ব্যাপারে জানা যায় মহিলা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার নামে একাধিক মাদকের মামলা রয়েছে । মহিলা মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা হবে বলে পুলিশ সূত্রে জানা যায় ।