ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

বড়লেখায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাথে শিক্ষা অফিসারের মতবিনিময়

✒ দৈনিক কলম যোদ্ধা-যেখানে অপরাধ, সেখানেই কলম যোদ্ধা প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১২:৩১ অপরাহ্ণ

অজিত দাস, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাথে নবাগত বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাতাহার বিল্লাহর মতবিনিময় সভা ও সৌজন্যে সাক্ষাৎ বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী, ইক্বরা ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সামছুল ইসলাম, শিশুশিক্ষা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল হক,আলহেরা একাডেমির প্রধান শিক্ষক শাহীন আহমদ,ইয়েলো ফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের পরিচালক শাহাব উদ্দিন, জ্ঞানগৃহ একাডেমির প্রধান শিক্ষক আপ্তাব উদ্দিন প্রমূখ।

সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপজেলা শিক্ষা অফিসার মাতাহার বিল্লাহ বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাথমিক স্তরে শিক্ষার ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন স্কুলেরও অনেক ভূমিকা রয়েছে। সে জন্য সরকার কিন্ডারগার্টেন স্কুলের জন্য নীতিমালার একটি গেজেট প্রকাশ করেছেন। গেজেটে উল্লেখ আছে কি ভাবে কিন্ডারগার্টেন স্কুলগুলো পরিচালিত হবে এবং পাঠদান করবে। সরকারি সেই নীতিমালা অনুযায়ী কিন্ডারগার্টেন স্কুলগুলো পরিচালনার আহবান জানান।

এসময় নবাগত শিক্ষা অফিসারের হাতে ইংরেজি নতুন বছরের ক্যালেন্ডার তুলে দেন এসোসিয়েশনের সভাপতি ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখার এম ডি তপন চৌধুরী।