ঢাকা রবিবার ২০শে এপ্রিল, ২০২৫
উৎসবমুখর পরিবেশে একই মঞ্চে লায়ন শাহেনা রহমানের বার্থডে ও লায়ন শাহানা মুজিবের ম্যারেজডে পালিত। একই দিন দু’জনের জন্মদিন ও ম্যারেজ ডে একই দিনে। জনের সাথে আত্মার সম্পর্ক। আবার একই নামের সাথে রয়েছে যথেষ্ট মিল। পি ডি জি লায়ন শাহেনা রহমান ও লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রেসিডেন্সির, প্রেসিডেন্ট লায়ন শাহানা মুজিব বার্থডে ও ম্যারেজ ডে একত্রে পালন করেন৷ একটি কেক কেটে। এক্ষেত্রে পিডিজি মহোদয় সবাইকে চমকে দিয়ে প্রেসিডেন্ট শাহানা মুজিবকে দিয়ে কেকটি কাটান। লায়নদের মধ্যে ভবন্ধুত্ব ভালোবাসা,ও সহমর্মিতার উৎকৃষ্ট উদাহরণ হ’তে পারে অন্যদেরকে অনুপ্রাণিত করবে এই অনুষ্ঠানটি। উপস্থিত সবাই দিনটি আনন্দমুখর পরিবেশে উদযাপন করেন।
আপনার মতামত লিখুন :