ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
গীতি গমন চন্দ্র রায় গীতি।। স্টাফ রিপোর্টার।।
বিবরণে প্রকাশ থাকে যে,পুস্প’র মরদেহ পুকুরের পানি হতে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত আসামীদ্বয় তাকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। মামলার বাদিনী ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউপির কাচনা (রত্নই হারপাড়া) গ্রামের উসমান আলীর মেয়ে রুনা আক্তারের ২০১৬ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর কচুবাড়ী কৃষ্ণপুর গ্রামের মতিবুর রহমানের ছেলে মোঃমাসুদ রানার সাথে বিয়ে হয়েছিল। বিয়ের পরে আব্দুল্লাহ আল রাউফ ওরসে পুস্প’র জন্ম নেন।পরে সংসারে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হলে বিভিন্ন বিচার শালিস-বৈঠকের মাধ্যমে উভয়ের মধ্যে তালাক প্রদানের মাধ্যমে স্বামী-স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়। খবর পেয়ে রুনা আক্তার ঘটনাস্থলে পৌছালে পুস্প’র শরীরের বিভিন্ন স্থানে কাদামাটি লাগানো, নাকের নিচ দিয়ে রক্ত পরা এবং শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম দেখতে পান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে। পুস্প’কে তার পিতা,সৎ মা সহ অন্যান্য আসামীরা শ্বাসরোধ করে কিংবা মারপিট করে হত্যা করতে পারে বলে মামলায় উল্লেখ করা হয়।
আপনার মতামত লিখুন :