ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

বদলগাছী খড়ের পালা দেওয়ার সময়) ছোট ভাইকে বড়ো ভাইয়ের ইটের আঘাত; অবশেষে মৃত্যু

✒ বুলবুল আহমেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৫:১২ অপরাহ্ণ

বদলগাছী খড়ের পালা দেওয়ার সময়) ছোট ভাইকে বড়ো ভাইয়ের ইটের আঘাত; অবশেষে মৃত্যু ।নওগাঁর বদলগাছীতে ইটের আঘাতে সাজু (২৭) নামের এক ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খড়ের পালা দেওয়ার সময় বড়ো ভাই রাজু (৩০) তাকে ইট দিয়ে আঘাত করে। এরপর রাজু পলাতক আছে। বুধবার ০৬ ডিসেম্বর দুপুরে উপজেলার মথুরাপুর ইউপির দরিয়াপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত সাজু ওই গ্রামের মৃত বেলালের ছেলে। আর অভিযুক্ত রাজু তার আপন বড়ো ভাই। স্থানীয়, পুলিশ ও মথুরাপুর ইউপির চেয়ারম্যান মাসুদ রানা বলেন, বুধবার দুপুর দেড় টার দিকে দুই ভাই খড়ের পালা দিচ্ছিল। ছোট ভাই খড়ের পালার উপরে ছিল। আর বড়ো ভাই নিচ থেকে খড় তুলে দিচ্ছিল। এমন সময় তাদের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে বড়ো ভাই নিচ থেকে ছোট ভাইকে উদ্দেশ্য করে ইট ছুড়ে মারে। এতে সে আহত হলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে সঠিক কারণ কেউ বলতে পারছে না। জানতে চাইলে এসআই মনিরুল ইসলাম মুঠোফোন কালবেলাকে বলেন, ঘটনাস্থলে এসেছি। এখনও কারণ জানা যায়নি। তবে উদঘাটনের চেষ্টা চলছে। আর আইনগত সকল প্রকিয়া চলমান আছে বলে তিনি জানান। একই ভাবে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমান মুঠোফোনে কালবেলাকে বলেন, মৃত্যুর খবর শুনেছি। তবে কি কারণে মারা গেছে তা জানা যায় নি। আমার পুলিশ সদস্য সেখানে গিয়েছে। তারা আসলে বলা যাবে। বুলবুল আহমেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধি ০৬-১২-২৩