ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

নবীগঞ্জে নাশকতার মামলায় বিএনপি নেতা সাহেদুল ইসলাম চৌধুরী রিপন গ্রেফতার

✒ দৈনিক কলম যোদ্ধা-যেখানে অপরাধ, সেখানেই কলম যোদ্ধা প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ণ

স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নাশকতার মামলায় নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপনকে(৩০) গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপনকে সোমবার (০৪ নভেম্বর)সন্ধ্যায় পৌরসভার চরগাও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় পৌরসভার চরগাও গ্রামে অভিযান চালিয়ে নাশকতার মামলার এজাহার নামীয় আসামি সাহেদুল ইসলাম চৌধুরী রিপনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা নাশকতার একটি মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা সোহেদুল ইসলাম চৌধুরী রিপন। নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।