ঢাকা রবিবার ২০শে এপ্রিল, ২০২৫

ঢাকা রবিবার ২০শে এপ্রিল, ২০২৫

আদিতমারী থানা পুলিশ এর অভিযান এ ফেনসিডিল ও স্কাপ সহ একজন গ্রেফতার

✒ দৈনিক কলম যোদ্ধা-যেখানে অপরাধ, সেখানেই কলম যোদ্ধা প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৩ অপরাহ্ণ

চয়ন কুমার রায়, লালমনিরহাটঃ

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ০৪/১২/২০২৩ ইং তারিখে সন্ধ্যা ৭ টার সময় লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক-নির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে আদিতমারী থানার এসআই/ আমিনুল ইসলাম

এর নের্তৃত্বে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ নং মহিষখোচা ইউপির বারঘড়িয়া মৌজাস্থ জনৈক গোলাম রব্বানী এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার পার্শ্বে বাঁশঝাড় হতে ধৃত আসামী ১।

পঞ্চা চন্দ্র রায় ওরফে বাংটু (৪৫), পিতা-মৃত শচীন্দ্র নাথ, মাতা-মৃত টুরি বালা, সাং-কিসামত বড়াইবাড়ী, থানা- আদিতমারী, জেলা-লালমনিরহাট এর হেফাজত হতে ১৯২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৪৮ বোতল কোডিনযুক্ত স্কাফ সিরাফ উদ্ধার করেন । সেই সময় আসামী ২। মো: সুলতান মিয়া (৩৫), পিতা-মোঃ নবাব আলী, সাং-কিসামত বড়াইবাড়ী, থানা- আদিতমারী, ৩। মোঃ আসাদুল হক (৫০), পিতা-জমশের আলী, সাং- নিথক (ঢাকাইয়াটারী), থানা- কালীগঞ্জ, উভয় জেলা –লালমনিরহাটদ্বয় কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-০৫, তাং-০৫/১২/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ রুজু করে।

উদ্ধারকারী অফিসার এসআই/আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।