ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
নড়াইল প্রতিনিধি
আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের দৃশ্য তুলে ধরে দেশরত্ন শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিপুল কুমার সিকদার। শুক্রবার বিকালে মুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সীতারামপুর গ্রামে এই প্রচার অভিযানে গিয়ে তিনি এ আহবান জানান। প্রচার অভিযানে স্থানীয় তৃণমূল আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিপুল কুমার সিকদার। তিনি তার বক্তব্যে বলেন,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার
স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কার্যক্রমকে গতিশীল করতে এবং নড়াইলকে এগিয়ে নিতে দিনরাত পরিশ্রম করেছেন, নড়াইল-২ আসনের সফল সাংসদ জননেতা মাশরাফী বিন মোর্তজা।
আগামী জাতীয় সাংসদ নির্বাচনে আসুন সবাই দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো ক্ষমতায় বসিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌছাতে সহযোগিতা করি।
নড়াইল জেলাকে এগিয়ে নিতে মাশরাফী বিন মোর্তজা ভাইয়ের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আপা নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্তজাকে মনোনয়ন দিয়ে আমাদের মাঝে পাঠাবেন, এ প্রার্থনা করি।
এ সময় উপস্থিত ছিলেন মুলিয়া ইউনিয়নের সীতারাম পুর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণত সম্পাদক বিল্বব পোর্দার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিহির গাইন, আওয়ামী লীগ নেতা দীপক রায়, আওয়ামী লীগ নেতা মিন্টু সরকার, সাবেক মেম্বর সুজন প্রমুখ।
আপনার মতামত লিখুন :