ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ হাসিনা

✒ দৈনিক কলম যোদ্ধা-যেখানে অপরাধ, সেখানেই কলম যোদ্ধা প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৪০ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। এছাড়া জেলার অন্য দুটি আসনে নৌকার প্রার্থী হয়েছেন বতর্মান সংসদ সদস্য লে. কর্ণেল (অব.) ফারুক খান এবং বতর্মান সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

রোববার (২৬ নভেম্বর) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য লে. কর্ণেল (অব.) ফারুক খান।

গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বতর্মান সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধনমন্ত্রী শেখ হাসিনা।

এই আসনে প্রার্থী হিসেবে শেখ হসিনার নাম ঘোষণার পরপরই আনন্দ মিছিল বের করে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহেযোগী সংগঠনের নেতা কর্মীরা। দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।