ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

✒ দৈনিক কলম যোদ্ধা-যেখানে অপরাধ, সেখানেই কলম যোদ্ধা প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৮ অপরাহ্ণ

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, সন্ধান চায় রায়পুরা থানা পুলিশ পারভেজ মোশারফ, রায়পুরা নরসিংদী রায়পুরা উপজেলায় নিহত অজ্ঞাত যুবকের লাশের সন্ধান চায় রায়পুরা থানা পুলিশ। উদ্ধার হওয়া যুবকের লাশের আনুমানিক (২৮) বয়স হবে। সোমবার বিকালে রায়পুরা থানার কর্মরত উপপরিদর্শক আব্দুল সালাম নিজে সাংবাদিকদের মুঠোফোনে কল দিয়ে সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় অজ্ঞাত যুবকের লাশ প্রচার করে তার সন্ধান চান তিনি। গতকাল রবিবার দুপুর ৩.৩৫ দিকে উপজেলা পলাশতলী ইউনিয়ন থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানান, গত ৩ ডিসেম্বর উপজেলা পলাশতলী ইউনিয়নের টকিপুরা গ্রামের নরুল ইসলাম ও মেজবাহ উদ্দিনের বাড়ির পশ্চিম পাশের ডোবায় থেকে একজন অজ্ঞাতনামা যুবকের(২৮) লাশ স্থানীয় লোকজন দেখতে পায়। পুরুষের পড়নে একটি ফুলহাতা সাদা ঝুরি চেকশার্ট ও হলুদ রঙের একটি গেঞ্জি ছিল নিচের অংশ উলঙ্গ । পরে পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার করে লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে প্রেরণ করেন পুলিশ। রায়পুরা থানার উপপরিদর্শক আব্দুল সালাম জানান,অজ্ঞাতনামা লাশটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। বিধায় আপনারা কেহ যদি উক্ত অজ্ঞাতমামা লাশের সম্পর্কে কোন পরিচয় পান তাহলে আমাদের কে অবহিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।