ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

নেত্রকোণা য় আলোর ছোঁয়া যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

✒ সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন তালুকদার: প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৩ অপরাহ্ণ

নেত্রকোণা য় আলোর ছোঁয়া যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত । নেত্রকোণায় ৪/১২/২৩ইং আলোর ছোঁয়া যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে, সাতপাই নেত্রকোণা। উক্ত আলোচনা অনুষ্ঠানে শাহ সান হাবিবের সঞ্চালনায়, এতে প্রাধান উপদেষ্টা, হিসাবে উপস্হিত ছিলেন, মো. তৈয়বুর রহমান, ও উপদেষ্টা সদস্য এটি এম হারুন অর রশিদ, এবং জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণাস্হি, সহ সুধিজন, এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দু। এ সময় প্রধান উপদেষ্টা তৈয়বুর রহমান বলেন, স্বাস্থ্য সকল সুখের মূল, স্বাস্থ্য নাই জার পুরা কপাল তার, স্বাস্থ্য নাই মানে তার সুখ নাই, শান্তি, নাই, দুর্বল, সমাজের বুঝা, স্বাস্থ্য হীন, মানুষ অবহেলিত। তাছারা সুস্থ দেহ সুস্থ মনের অবাস স্থল। আমরা ২০২১ সাল হতে সমাজের,পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করে যাচ্ছি, সরকারের সাথে কাঁদে কাদ মিলেয়ে মাদক, বিরুদ্ধি, ও বাল্য বিবাহ, প্রতিরোধে কাজ করে যাচ্ছি।এতে করে সমাজের ও দেশের মানুষের, সেবা দিয়ে যাচ্ছি, আশা করি সরকারে আর সহযোগিতা পেলে, সামনে এগওয়ে যেতে পারব। সচেতন সমাজ গড়ার লক্ষ্যে এ আমাদের দৃঢ় প্রত্যয়।।