চুয়াডাঙ্গার দুটি’ আসনে ২০জন প্রার্থীর মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন পত্র বাতিল । চুয়াডাঙ্গার দু’টি সংসদীয় আসন ৭৯ চুয়াডাঙ্গা ১ ও আসন ৮০ চুয়াডাঙ্গা ২ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে । ২০ জন প্রার্থীর মধ্যে ১৩ জনের বৈধ ও ৭ জনের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে। সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমার সভাকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে সকলের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করা হয়। দু’টি আসনে জমাকৃত ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১৩ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৭ জনের মনোনয়নপত্র বিভিন্ন ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলকৃত হলো চুয়াডাঙ্গা ১ আসনের ৩ জন। তারা হলেন তৃণমুল বিএনপির তাইজাল ইসালম, স্বতন্ত্র প্রার্থী আফরোজা পারভীন ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শাসমসুল আবেদীন খোকন। অন্যদিকে চুয়াডাঙ্গা ২ আসনে বাতিলকৃত ৪ জন হলেন আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ (লন্টু), আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মোঃ নুর হাকিম, মোঃ নজরুল মল্লিক ও আব্দুল মালেক মোল্লা।চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের বলেন,সংশ্লিষ্ট ত্রুটির কারণে জমাকৃত ৭ জনের মনোনয়নেপত্র বাতিল করা হয়েছে। তবে বাতিলকৃত মনোনয়নপত্র দাখিল কারিরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনার বরাবর আপিল শুনানীর জন্য আবেদন করার সুযোগ পাবেন। মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি ০১৯১২৯৯৫১০৩ ০৪/১২/২৩
আপনার মতামত লিখুন :