ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সৈয়দপুর-কিশোরগঞ্জকে আধুনিক ও মডেল করতে চাইঃ কিশোরগঞ্জে কর্মী সমাবেশে বাবুল

✒ দৈনিক কলম যোদ্ধা-যেখানে অপরাধ, সেখানেই কলম যোদ্ধা প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১:৫৫ পূর্বাহ্ণ

ষ্টাফ রিপোর্টার-নীলফামারীঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সকল অঙ্গ, সহযোগী সংগঠন সহ সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৩ ডিসেম্বর) বিকাল ৫ টায় কিশোরগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ‍্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম‍্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আবুল কালাম বারী পাইলট, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম‍্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবুল হোসেন, মানিক চৌধুরী, বেনজির আহমেদ, আতাউর রহমান শাহ দুলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, তথ‍্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম‍্যান আনিছুল ইসলাম আনিছ, কোষাধ‍্যক্ষ রাশেদুর রহমান রাশেদ,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রানী, সাধারণ সম্পাদক রুমানা ফেরদৌস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রশিদুল ইসলাম বাবু, সদস‍্য সচিব আসাদুজ্জামান চিলু, উপজেলা কৃষক লীগের সভাপতি মিথুন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফীন সপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভি, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতারা বলেন, জননেত্রী শেখ হাসিনা সারা দেশ ব‍্যাপী ব‍্যাপক উন্নয়ন সাধন করেছেন। কিশোরগঞ্জে শুধু ব‍্যক্তির উন্নয়ন হয়েছে। দলীয় এমপি না থাকায় আমরা বঞ্চিত ছিলাম।আমাদের প্রাণের দাবী ছিল কিশোরগঞ্জে নৌকার মাঝি চাই সেই চাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করে দেয়ার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান তৃণমূল নেতাকর্মীরা।

সভাপতির বক্তব‍্যে বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল বলেন, দলীয় এমপি না থাকায় তৃণমূল নেতাকর্মীর কোন দাবী পূরণ করতে পারি নাই। সেই দাবী থেকে জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করেছেন। আমি নির্বাচিত হলে সৈয়দপুর কিশোরগঞ্জকে একটি আধুনিক, যুগোপযোগী ও মডেল উপজেলা হিসাবে রুপান্তরিত করবো ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব‍্যে উপজেলা পরিষদ চেয়ারম‍্যান শাহ আবুল কালাম বারী পাইলট বলেন, জননেত্রী শেখ হাসিনা যে আশা, স্বপ্ন ও বিশ্বাস থেকে নৌকা প্রতিক দিয়েছেন সেই বিশ্বাস থেকে আমরা আসনটি উপহার দিবো।বাবুল ভাই একাই নৌকার মাঝি নয়। আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে মাঠে কাজ করবো।