ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
মো:- লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি :-
৩ই ডিসেম্বর ২০২৩ইং কুমিল্লা জেলার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরুর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ৬ টি আসনের মধ্যে আওয়ামীলীগ ও জাপাসহ মোট ১০জন প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ৩টি আসনের, এরপর দুপুর ২ টা থেকে বাকী ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহগীর আলম প্রার্থীদের মনোনয়নের বৈধতা ঘোষণা শুরু করেন। এতে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষরিত তালিকায় গড়মিল থাকা মনোনয়নপত্র বাতিল করেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে এ বাছাই কার্যক্রমে বিভিন্ন দলের প্রতিদ্বন্দী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাচনে যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ.টি.এম মনিরুজ্জামান সরকার ও রোমা আক্তার, ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোহাম্মদ বকুল হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ জহিরুল হক চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ কাজী জাহাঙ্গীর।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সব প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ কংগ্রেস পার্টির বজলুর রহমান মিলনের,ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী মোস্তাক এবং নজরুল ইসলাম ভূইয়া এবং ব্রাহ্মণবাড়িয়া-৬(বাঞ্ছারামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়।
জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোঃ শাহগীর আলম জানান, যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে তারা নির্বাচন কমিশনে ৫ থেকে ৯ ডিসেম্বর মধ্যে আপিল করতে পারবেন।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ার ৬ টি আসনের মধ্যে আওয়ামীলীগ ও জাপাসহ মোট ৫৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ৭ জানুয়ারি ২০২৪ হচ্ছে ভোট গ্রহণ।
আপনার মতামত লিখুন :