শাল্লায় শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় দায়িত্ব রত নহন্ত টিকা প্রদান । অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহি প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান আনন্দপুর (বহরমপুর) ভগবান বিষ্ণুর নবম অবতার শ্রীশ্রী জগন্নাথ জিউড় আখড়ায় দায়িত্বরত পুজারী (সেবাইত) শ্রী মাধাই বৈষ্ণবকে মহন্ত টিকা প্রদান করা হয়। শনিবার (2 ডিসেম্বর ) বহরমপুর শ্রীশ্রী জগন্নাথ জিউড় আখড়া পরিচালনা কমিটির উদ্যোগে এবং আনন্দপুর, নিয়ামতপুর, চরগাঁও ও রামপুর গ্রামের আখড়া সংশ্লিষ্ট ভক্তবৃন্দ, শিশ্যবৃন্দ ও অত্র এলাকার ধর্মপ্রাণ জনসাধারণের সম্মিলিত প্রয়াসে যথাযথ মর্যাদা ও বিধি-বিধান অনুসারে উক্ত শুভানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুব্রত সরকারের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার রাতে শুভ অধিবাসকৃত্য অনুষ্ঠিত হয় এবং পরদিন এই মহন্ত টিকা প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রাহ্মমূহুর্ত থেকে অষ্টপ্রহর ব্যাপি লীলা সংকীর্তন শুরু হয়েছে এবং পর দিন দুপুর 1 ঘটিকায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে বলে তিনি জানান। শুভানুষ্ঠানকে ঘিরে দুর দুরান্ত থেকে আগত প্রায় 3 হাজার ধর্মপ্রাণ ভক্তবৃন্দের পদচারনায় মিলনমেলায় পরিনত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। উক্ত শুভানুষ্ঠানে দুর-দুরান্ত থেকে আগত বিভিন্ন কীর্ত্তনীয়া দল শ্রীকৃষ্ণের লীলা সংকীর্তন পরিবেশন করেন। দুপুর 2 ঘটিকা হতে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়ে রাত 8 ঘটিকায় সমাপ্তি হয়। বহরমপুর শ্রীশ্রী জগন্নাথ জিউড় আখড়ার গুরুকুল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গয়াহরি আখড়ার দায়িত্বরত মহন্ত শ্রীশ্রী হরিদাস মহন্ত এঁর মাধ্যমে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রধান ও বৈষ্ণবগণের উপস্থিতিতে মহন্ত টিকা প্রদান করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই যুগযুগ ধরে শ্রীশ্রী জগন্নাথ দেবের পুজার্চনার জন্য বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য স্থানে গড়ে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ জিউড় আখড়া।
আপনার মতামত লিখুন :