ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

কালিগঞ্জে ফেনসিডিল সহ আটক-১

✒ দৈনিক কলম যোদ্ধা-যেখানে অপরাধ, সেখানেই কলম যোদ্ধা প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ

এস এম তাজুল হাসান সাদ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে ৫১ বোতল ফেনসিডিল সহ সিরাজুল ইসলাম (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটকৃত যুবক কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মুনসুর আলী গাজীর ছেলে।থানা সূত্রে জানাযায়, মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার (১ ডিসেম্বর) রাতে বসন্তপুর এলাকা থেকে ৫১ বোতল ফেনসিডিল সহ তাকে হাতেনাতে আটক করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।