হয়ে গেল গ্রাম ডাক্তার সম্মতি নির্বাচন। নোয়াখালী উপজেলা হাতিয়ায় জাহজমারা ইউনিয়ন গ্রাম ডাক্তার সমিতির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ৮৯ জন। উক্ত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন। !ডাক্তার সাইফুল মাওলা তসলিম, ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা করেন ডাক্তার মহিউদ্দিন তিনি পেয়েছেন ১১ ভোট।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন (ত)জন! ডাক্তার শাহারাজ উদ্দিন (৭০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।ডাক্তার জামশেদ উদ্দিন রানা পেয়েছেন ১৭ ভোট! ডাক্তার রিপন উদ্দীন পেয়েছেন ১ ভোট! সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন (৪)জন জন।ডাক্তার শাহেদ উদ্দিন রুবেল( ৩১) ভোট পেয়ে নির্বাচিত হন ! ডাক্তার মাইনুদ্দিন রাজু পেয়েছেন ২৮ ভোট.!ডাক্তার রাজিব উদ্দিন পেয়েছেন নয় ভোট। ডাক্তার জিয়াদউদ্দিন পেয়েছেন ১৭ ভোট। ক্যাশিয়ার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন ডাক্তার তারিফ উদ্দিন। প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ডাক্তার তারেক হাসান।
আপনার মতামত লিখুন :