ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

কাশিমপুরে বাকবিতণ্ডায় জড়িয়ে হত্যা (১)গ্রেফতার (১)

মোঃ হাবিবুল বাশার সুমন স্টাফ রিপোর্টার: প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ২:২৩ অপরাহ্ণ

কাশিমপুরে বাকবিতণ্ডায় জড়িয়ে হত্যা (১)গ্রেফতার (১) । গাজীপুর মহানগর কাশিমপুরে দুই শ টাকায় আংটি বিক্রয় করে বাকবিতন্ডায় জড়িয়ে এক যুবক কে হত্যা করা হয়েছে। গত শুক্রবার (১ ডিসেম্বর)বেলা ১০ টায় গাজীপুর মহানগর কাশিমপুরের ৪ নং ওয়ার্ডের সারদাগঞ্জ রাইসমিল এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। কাশিমপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় শুক্রবার(১ ডিসেম্বর) সকালে নিহত মাসুম তার বসতবাড়ির পাশে বসে ছিলেন,হত্যাকারী নাজমুল এসে নিহত মাসুম এর সাথে আংটি ২০০ টাকার বিনিময়ে বিক্রিতে বাধা প্রদান করার বিষয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। নিহত মাসুম কিছু বুঝে ওঠার আগেই পাষান্ড নাজমুল তার কোমর থেকে ছুরি বের করে মাসুমের বুকে এলোপাথাড়ি আঘাত করে। এসময় মাসুম এর ডাক-চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মাসুম কে উদ্ধার করে গাজীপুর জেলা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে,হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত বিষয়ে নিহত মাসুমের পিতা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেছেন। হত্যার রেশ কাটতে না কাটতেই হত্যাকারী নাজমুল হোসেন (২০)কে আটক করেছে কাশিপুর থানা পুলিশ। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি বলেন,বাকবিতন্ডায় জড়িয়ে মাসুম নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেছেন,উক্ত অভিযোগটি আমলে নিয়ে মামলার প্রক্রিয়া চলমান।