ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

মোংলায় যুব-সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

অতনু চৌধুরী(রাজু)স্টাফ রিপোর্টার বাগেরহাটঃ প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৭:০৬ অপরাহ্ণ

মোংলায় যুব-সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত। বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে খাসেরডাঙ্গা এলাকার যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। শুক্রবার (০১ ডিসেম্বর) বিকাল ৫’টায় মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মোংলা উপজেলার যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার। এ ফুটবল খেলায় উপস্থিত ছিলেন, মিঠাখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার, সুন্দরবন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও যুবলীগের সভাপতি খান আহাদুজ্জামান, খাসেরডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইলিয়াস গাজী’সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে আসা বৃদ্ধ আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এই খেলায় মানুষ হবে প্রায় ১ – ২হাজার। এ বিষয়ে মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মোংলা উপজেলার যুবলীগ সভাপতি ইস্রাফিল হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। এই খেলায় প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এমন খেলার আয়োজন করবো। এ ফুটবল টুর্নামেন্টে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা স্পোর্টিং ক্লাব দল ৩ – ২গোলে খাসেরডাঙ্গা স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি সিলভার জাতীয় টপিক ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে সিলভার জাতীয় গলার মেডেল।