ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

লালমনিরহাটের বুড়িমারীতে র‌্যাবের হাতে ১১৪৫ বোতল ফেনসিডিলসহ ট্রাক আটক গ্রেফতার ১

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ২:৫৭ অপরাহ্ণ

মোঃ রোকনুজ্জামান রোকন, রংপুর বিভাগীয় প্রধান

লালমনিরহাটের বুড়িমারীতে বাদাম বোঝাই ট্রাকে বস্তার ভেতর সুকৌশলে ফেন্সিডিল বহন করে পাচারের সময় মাদকের এক বিশাল চালান ট্রাকসহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৩।

বুধবার ২০ সেপ্টেম্বর বিকাল ৪.০০টার দিকে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন একটি চৌকস টিম সদর ক্যাম্পে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক চোরাকারবারি বাদামের বস্তার ভেতর ফেন্সিডিল ভরে সুকৌশলে বাদাম বোঝাই ট্রাকে
বহন করে নিয়ে যাচ্ছে।

তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর ক্যাম্পের আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারী থানার অন্তর্ভুক্ত সাপটি বাড়ী বিসিক শিল্পনগরী এলাকার বুড়িমারী টু লালমনিরহাট মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়।অভিযান চলাকালে বাদাম বোঝাই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বাদামের বস্তার ভেতরে থাকা ১১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং মাদক বাহি ট্রাক সহ মাদক কারবারীকে আটক করে।

র‌্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক চোরাকারবারি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার অন্তর্ভুক্ত দক্ষিণ ঘনশ্যাম গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে সজল হোসেন (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে।

মাদকের সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় বাদী হয়ে র্যাব একটি মাদক মামলা দায়ের করে এবং আসামি সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।