ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

দুঃখ বিক্রি

আশিক হাসান সীমান্ত: প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৩:২৮ অপরাহ্ণ

দুঃখ বিক্রি
আমার দুঃখ গুলো বেচতে চেয়েছিলাম, কেউ কিনলোনা, বলল ওগুলো আছে আমাদের।
আমি আর এর বোঝা বইতে পারছিনা নুয়ে পড়েছি।
এমন সময় কবিতা এসে বলল আমায় সব টুকু দাও উজাড় করে।
আমি সব ওর সাদা শাড়ির আঁচলে বাধলাম। ও আঁচলটা পিঠে ছড়িয়ে নিলো।
সাদা শাড়িটা নানা বর্নের হয়ে গেল। লাল কষ্ট, নিল কষ্ট, সবুজ কষ্ট —
আমাকে বিব্রত হতে দেখে সে মৃদু হেসে বলল,আর আছে? আমি সুযোগ বুঝে,
আমার কলঙ্ক টা ওর কপালে টিপ করে দিলাম। কি অপরুপ শোভা যে তার হলো!
কষ্টের এমন সুন্দর শোভা হতে পারে! নাকি ভাবা যায়!
কবিতাকে বললাম,তুমি ঠিক আছো? সে মৃদু হেসে বলল,
আমি জমানো ব্যথা পুড়াই,নিজে পুড়িনা।
সেই থেকে আমি আর কষ্ট হজম করিনা।
কবিতাই আমার সান্ত্বনা, প্রেরণা।
কবিতা আমার চোখ মোছায় বুকে হাত বুলায়
আমি স্বর্গ সুখে কলম চালাই শান্ত স্নিগ্ধ কুলায়।