ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

আমি বড় হয়ে যা হতে চাই, আজ আমি সাজবো তাই

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ২:৪২ অপরাহ্ণ

মোঃমুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ।

শিশুদের স্বপ্ন দেখতে শেখানো নেতৃত্ব বিকাশ এবংআত্তপ্রত্তয়ী ও আত্নবিশ্বাসি হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা শিশুদের মানসিক উন্নয়ন ও আচরনগত পরিবর্তন এনে তাদের ভবিষ্যৎ শিক্ষা গ্রহন কে উৎসাহিত করে এবং শিক্ষার বৃহত্তর পরিমন্ডলে
প্রবেশের পথ সহজ করতে
আমি বড় হয়ে যা হতে চাই
আজ আমি সাজবো তাই,
প্রতিপাদ্যকে সামনে নিয়ে
কাচিহারা সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে আয়োজিত ২১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার
ছাত্র ছাত্রীরা তাদের মনের প্রতিভা প্রকাশ করে
প্লেকাড হাতে নিয়ে।
কেউ ডাক্তার কেউ শিক্ষক
কেউ ইন্জিনিয়ার।
উক্ত কর্মসুচিতে সভাপতিত্ব
করেন জনাব সুখময় সরকার, উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজিপুর, সিরাজগঞ্জ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক সিরাজগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান সিরাজি, চেয়ারম্যান উপজেলা পরিষদ কাজিপুর,ও মোঃ হাবিবুর রহমান, উপজেলা
শিক্ষা কর্মকর্তা কাজিপুর।
বাস্তবায়নে, ব্যবস্থাপনা কমিটি কাচিহারা সরকারি
প্রাথমিক বিদ্যালয়, কাজিপুর সিরাজগঞ্জ।