ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
আগামী বছর শুরু হতে যাচ্ছে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী টুর্নামেন্টটির সম্ভাব্য কাঠামো :
▪️৭ সাফ দেশ থেকে অংশগ্রহণ করবে ১৬ টি ক্লাব।
▪️ বাংলাদেশ ও ভারত থেকে সর্বোচ্চ ৪ টি, মালদ্বীপের ৩ টি, নেপালের ২ টি ও পাকিস্তান / ভুটান / শ্রীলংকার ১ টি করে ক্লাব এই টুর্নামেন্টের স্লট পাবে।
▪️প্রতি গ্রুপে ৪ দল নিয়ে ৪ টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১৬ দল। অতঃপর অনুষ্ঠিত হবে নক আউট পর্ব।
▪️গ্রুপ পর্বে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে প্রতিটি ক্লাব ৬ টি করে ম্যাচ খেলবে।
ক্লাব ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরের সম্ভাব্য ব্যাপ্তি ধরা হয়েছে ৬-৭ মাস। অবশেষে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ালে তা এই অঞ্চলের ক্লাব ফুটবলের জন্য এক বিশেষ পদক্ষেপ হতে যাচ্ছে। 👏🏻⚽
আপনার মতামত লিখুন :