ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

নিয়ামতপুরে চোলাই মদসহ ভাদরী রানী নামে এক জন নারী আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে দেশীয় চোলাই মদসহ ভাদরী রানী (৪৬) নামে এক আদিবাসী নারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ধনতলা এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাইদুল ইসলাম।

জানা গেছে ওই গ্রামের দীলিপ কর্মকারের স্ত্রী ভাদরী রানী দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ তাকে আটক করে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন পালিয়ে যায়।

ওসি মাইদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পরে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।