ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

“মনের মানুষ, প্রাণের মানুষ”

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৭:০০ অপরাহ্ণ

রা’গে অভিমা’নে প্রিয় মানুষটিকে হাজারবার ভু’লে যাব বললেও, তাকে কোটিবার ঠিকই মনে পড়বে। যদি আপনি সেই মানুষটিকে ভালোবাসার মত ভালোবাসেন। কারণ আপনি যাকে ভালোবাসেন সে আপনার “মনের মানুষ, প্রাণের মানুষ । তাকে কখনো ভুলে থাকতে পারবেন না। পৃথিবীর সব মানুষ থেকে দূ’রে গেলে দিন যেতে যেতে আপনি খুব সহজেই তাদের ভু’লে যেতে পারবেন। কিন্তু যার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক তাকে কখনোই ভু’লে থাকতে পারবেন না। তার অনুপস্থিতি আপনাকে তার কথা মনে করিয়ে দিবে।
রুটিন করে কথা বলার মানুষটা যদি একদিন হা’রিয়ে যায়। সে মানুষটা যত দূ’রেই থাক বা তাকে পাওয়ার কোনো আশা না থাকলেও তার কথা রুটিন মাফিক মনে পড়বে। আপনি তখন ভিতরে ভিতরে ভা’ঙতে শুরু করবেন। নিজেকে সহজ করতে শুরু করবেন। তাকে জীবনে ফিরিয়ে আনার জন্য আপনি তার রা’গ অভিমা’ন ঠিকই ভা’ঙাবেন।
কারণ, আমরা কেউ ভালোবাসার মানুষের কাছে কঠি’ন হয়ে বেশিক্ষণ থাকতে পারি না। রা’গ অভিমা’ন এসব সম্পর্ক গভীর করার ঔষধ মাত্র।
সাময়িক রা’গ অভিমা’ন শেষে আবার আমরা ভালোবাসতে শুরু করি। আগের চেয়েও আরো বেশি ভালোবাসার চেষ্টা করি। যাকে ছাড়া জীবন চলে না জীবনের মত, সেই তো আমাদের মনের মানুষ।
“মনের মানুষ, প্রাণের মানুষ” হারিয়ে গেলেও
তাকে কখনো ভু’লে থাকা যায় না।
“মনের মানুষ, প্রাণের মানুষ”