ঢাকা রবিবার ২০শে এপ্রিল, ২০২৫

ঢাকা রবিবার ২০শে এপ্রিল, ২০২৫

বিজয়নগরে বাসে আগুন

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৫:০৮ অপরাহ্ণ

রাজধানীর বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১২টা ৫৩ মিনিটে বাসটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে।আগুন লাগার খবর পেয়ে দুপুর ১টা ৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট।
এদিকে সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় পোশাক কারখানার সুতাবাহী দুটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর আগে বুধবার (২২ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে রাজশাহীর শাহ মখদুম থানার সিটি হাট এলাকার ছন্দা পেট্রোল পাম্পের পাশে রাখা একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।