ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

নওগাঁর রাণীনগরে প্রশিকার এক হাজার গাছের চারা বিতরণ

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০২ পূর্বাহ্ণ

নওগাঁর রাণীনগরে প্রশিকার এক হাজার গাছের চারা বিতরণ

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

“সবুজ বেষ্টনীতে গড়ব বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসন ও প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্দ্যোগে প্রশিকার দলীয় সদস্যদের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকা অফিস প্রঙ্গনে এ গাছের চারাগুলো বিতরণ করা হয়।এদিন প্রশিকার দলীয় সদস্যদের মাঝে আম, লেবু, অর্জুন, তেঁতুল, চালতা, জলপাই, কাঠবাদাম, আমলকীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক নুর হোদার সভাপতিত্বে ও প্রশিকার রাণীনগর উন্নয়ন এলাকার এরিয়া ম্যানেজার সেলিনা পারভীনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি প্রমুখ।