ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

তোতাপাখি ও মানুষ

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৫:২৪ অপরাহ্ণ

এক বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসত, তিনি তার পরীক্ষা নিতেন। তিনি কিছু তোতা পাখি পালতেন। যাদেরকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন।

কথাটি হল; “শিকারি আয়েগা; দানা ডালেগা; জাল বিছায়েগা; ফাসনা নেহি”। অর্থাৎ, শিকারি আসবে, দানা দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না”।

যখনই নতুন কোন ছাত্র আসত তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন যাও ঐ গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আস।

পাখি গুলো মানুষ দেখা মাত্রই গান গাইতে শুরু করত এই বলে, “শিকারি আয়েগা; দানা ডালেগা; জাল বিছায়েগা; ফাসনা নেহি”।

তখন বেশির ভাগ ছাত্ররাই ফিরে আসত এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না।

কিন্তু যদি কোন ছাত্র জাল পাতত আর দানা দিত তবে দেখত যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্তু দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে।

অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না। এই পাখিগুলো আসলে কি বলছে তাই জানে না।
পাখিগুলো জানে না শিকারি কি জিনিস !

জাল কি জিনিস !
ফাসনা কি জিনিস