ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

গোল্ডেন বয়েজ ইয়ুথ ক্লাবের ব্যবস্থাপনায় মাদক বিরোধী ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন

মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম),এম.এ,বার্তা সম্পাদক: প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৩:২৩ অপরাহ্ণ

গোল্ডেন বয়েজ ইয়ুথ ক্লাবের ব্যবস্থাপনায় মাদক বিরোধী ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট।গত ২১ নভেম্বর ২০২৩ খ্রি. ১৯:৪৫ ঘটিকায় আরপিএমপি তাজহাট থানাধীন মানজাই ব্রাক শিশু নিকেতন মাঠ প্রাঙ্গনে গোল্ডেন বয়েজ ইয়ুথ ক্লাবের ব্যবস্থাপনায় মাদক বিরোধী ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), আরপিএমপি, রংপুর; জনাব মোঃ ইমাদ মিয়া, সভাপতি, তাজহাট থানা আওয়ামী লীগ, রংপুর মহানগর এবং জনাব মোঃ রুবেল ইবনে সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী, দর্শনা মোড়, রংপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শামসুল হক, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর, ৩১নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন রংপুর।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় বলেন, আমাদের তরুণদের অনেক ভালো গুণ আছে তাদের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। যুব সমাজের ভিতর এই সচেতনা সমাজের মূল্যবোধকে বাড়িয়ে দেবে। সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে পুলিশের পাশাপাশি মাদক নিরসনে সাহসী ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি নিজেও একজন ক্রিকেটপ্রেমী ছাত্র জীবনে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার সাথে জড়িত ছিলেন। ছাত্র জীবনে অনেকেই মাদকাসক্ত হয় সে সম্পর্কেও আলোচনা করেন। যুবসমাজকে মাদক ছেড়ে খেলাধুলা ও পড়াশোনায় মনোনিবেশ করতে আহ্বান জানান। রংপুর মেট্রোপলিটনে ৫৩টি পুলিশ বিট আছে প্রত্যেকটি বিটে সচেতনতামূলক কর্মকাণ্ড এবং খেলাধুলার আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তিনি ১০জন শিশুর হাতে শিক্ষা উপকরণ বিতরণ এবং টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।