ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ মিনারুল ইসলাম স্টাফ রিপোর্টার:
বগুড়া-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী ইতে বর্তমান এমপি সহ ৬ জন তাদের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমার শেষ দিনে এই আসনের প্রার্থী হতে আগ্রহী ৬ আওয়ামী লীগ নেতা তাদের মনোনয়ন ফরম জমা দেন। তারা হলেন, বগুড়া জেলা বর্তমান এমপি
রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান মিলন এবং জেলা মহিলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিহা সাবরিন ক্লিংকী। দলীয় মনোনয়ন ফরম জমার বিষয়টি নিশ্চিত কলে রাগেবুল আহসান রিপু এমপি বলেন, দলীয় সভানেত্রী চাইলে তিনি এই আসনে আবারও নৌকা প্রতীক নিয়ে ভে করতে চান। দীর্ঘ ৫০ বছর পর তিনি এই আসনে নৌক প্রার্থী হিসেবে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করছেন। এ এলাকার মানুষের প্রত্যাশা
বগুড়া-৬ আসনের নৌকার প্রার্থী হতে আগ্রহী ছয়জন
পূরণে গত কয়েক মাস তিনি নিরলসভাবে কাজ করে বগুড়ার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে সচেষ্ট ছিলেন বলে জানান। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন শফিক বলেন, দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই আসনে তাকে নৌকার মনোনয়ন দিলে বগুড়াকে তিনি একটি সমৃদ্ধশালী নগরী হিসেব গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করে যাবেন। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টি জামান নিকেতা বলেন, আওয়ামী লীগ জনগণের দল। তিনিও জনগণের জন্য রাজনীতি করেন। তাই জনপ্রত্যাশা পূরণের জন্য তিনি বগুড়া-৬ ও ৭ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নেত্রী চাইলে তিনি এই এলাকার গণমানুষের প্রত্যাশা পূরণে সবসময় কাজ করে যাবেন সাংবাদিকদের জানান। এছাড়াও জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন তিনি সাংবাদিকদের
বলেন, নেতাকর্মীদের চাওয়ায় তাঁদের প্রত্যাশা পূরণে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। দলীয় সভানেত্রী এই আসনের জন্য যাকে যোগ্য মনে করবেন সেই সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি নৌকার জয় নিশ্চিত করতে নেতাকর্মীদের সাথে নিয়ে সর্বাত্মকভাবে মাঠে থাকবেন। জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ব্যবসায়ী নেতা মাসুদুর রহমান মিলন মনোনয়ন ফরম জমা বিষয়টি নিশ্চিত করে বলেন, বগুড়া সদর আসনে নৌকার মনোনয়ন পেলে তিনি নিজের ভাগ্য পরিবর্তনে নয় সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলস- ভাবে কাজ করে যাবেন। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিহা সাবরিন পিংকী বলেন, তিনি মাঠের কর্মী তাই ভোটের মাঠে নেমেছেন। দলীয় মনোনয়ন পেলে তিনি আসনটি নেত্রীকে উপহার দেবেন জানিয়ে বলেন, ফরম জমার মাধ্যমে তিনি এই আসনের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন।
এদিকে দীর্ঘ ৫০ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হন রাগেবুল আহসান রিপু। ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পর চলতি বছরের ১ ফেব্রুয়ারির উপ-নির্বাচনে তিনি জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেন। একাদশ জাতীয় সংসদের মেয়াদে তৃতীয়বারের মতো এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে এক মেয়াদে একই আসনে তিনবার নির্বাচন ও উপ-নির্বাচনের ঘটনা প্রথম ঘটে।
আপনার মতামত লিখুন :