ঢাকা শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫

ঢাকা শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫

আজমিরীগঞ্জে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত

রামকৃষ্ণ তালুকদার আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি। প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৯:০৬ পূর্বাহ্ণ

আজমিরীগঞ্জে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।  নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হউক আমাদের অঙ্গিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজমিরীগঞ্জে পরিবার কল্যান ও প্রচার সপ্তাহ , উদযাপন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারজানা পারভীন বলেন, ছেলে হউক মেয়ে হউক দুটি সন্তানই যথেষ্ট এই স্লোগানে মুখরিত হয়ে নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, জন্ম নিয়ন্ত্রণ সহ যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। মাঠ কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন , আমাদের কাজের গতি বৃদ্ধির মাধ্যমে সামাজিক বিভিন্ন কুসংস্কার থেকে সাধারণ মানুষকে বের করে আনতে হবে, এবং জনসচেতনতা তৈরী করতে হবে। এসময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মুজিব , কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী সোহেল, বদল পুরের মতিলাল দাস, জলসুখা’র হাবিবুর রহমান, কাকাইলছেও’ র সামসুল হক, শিবপাশা ‘র আব্দুল বাছির ও পরিবার কল্যান সহকারী ও পেইড পেয়ার ভলান্টিয়ার বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।