ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ মৃত্যু ২ , আহত ২

মোঃ মাহবুবুর রহমান, চলনবিল প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৮:৫৩ পূর্বাহ্ণ

অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ মৃত্যু ২ , আহত ২ ।সোমবার (২১ নভেম্বর) হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত অটোচালক মোঃ শাহীন সলংগা থানার আগরপুর দরগা পাড়ার আব্দুস সাত্তার মোল্লার ছেলে। তাকে সিরাজগন্জের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল উদ্দিন জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার ও দবিরগঞ্জ থেকে ছেড়ে আসা সলঙ্গাগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা নাইমুড়ী বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতরভাবে আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সন্ধ্যায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।