ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
পেশায় চিত্রনাট্যকার ও মার্ডার মিস্ট্রির জঁ’র লেখক অতীন (ঋত্বিক চক্রবর্তী) ও তার স্ত্রী ঈশা (পার্ণো মিত্র) দু’দিনের জন্য ঘুরতে যান কালিম্পঙে। সেখানে ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিত টিমোথি বাংলোয় ওঠেন তারা। হঠাৎ করে রাতের বেলায় তারা বাংলোয় ভূত দেখে ও এরপর বেশ কিছু ভূতুড়ে ঘটনার পর হার্টফেল করে স্নানঘরে মারা যায় মানসিকভাবে দুর্বল ঈশা। ফলত ঘটনার তদন্তে নামেন দুই তদন্তকারী অফিসার (একজন হলেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় আর অন্যজন হলেন তার সিনিয়র রিটায়ার্ড অফিসার রঞ্জিত মল্লিক)। তাদের হাত ধরে আস্তে আস্তে খুলতে থাকে রহস্যের জট।
পরিচালক হরনাথ চক্রবর্তী তার “তারকার মৃত্যু” সিনেমার প্লট খুব ভালোভাবে সাজিয়েছেন। গা ছমছমে বাংলো, প্রাকৃতিক দুর্যোগ, ভূতের ছায়া সহ বেশ কটি jump scare আছে ছবিতে। থ্রিলার হিসেবে বেশ প্রমিসিং হলেও সমস্যা করেছে এর রানিং টাইম বা সময়দৈর্ঘ্য। পরিচালক মাত্র দেড় ঘন্টায় সমস্ত ব্যাপারগুলি দেখাতে গিয়ে চরিত্রগুলির বিল্ড আপ তেমনভাবে করেননি। বোনা হয়নি ভূতুড়ে ব্যাপারগুলির সংযোগসূত্র। তাই ভৌতিক ও রহস্যের ঘরানার ছবি হলেও ও শেষ দৃশ্যে টুইস্ট থাকলেও, দ্রুততার কারনে গল্পটি বেশ জমেনি।
তবুও হাতে সময় পেলে একবার দেখে নেওয়া যায় “তারকার মৃত্যু”।
আপনার মতামত লিখুন :