ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

শাজাহানপুরে সরকারের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১১:৪২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে বগুড়ার শাজাহানপুরে খোট্টাপাড়া ইউনিয়নে উঠান বৈঠক করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপকার ভোগীদের নিয়ে উঠান বৈঠকে মেট্রোরেল, উড়ালসড়ক, পদ্মাসেতুসহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। একই সঙ্গে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এসময় খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেবেকা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল ওয়াদুদ মুকুল, খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজিউল হক গাজী, সাধারণ সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সাজ্জাদুর হক রনি, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে খোট্টাপাড়া ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা, ভিডিজি’র চাল ও টিউবওয়েল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।