ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

তরুণ অভিনেতা সুরুজ খাঁন দর্শকদের প্রিয় অভিনেতা হতে চান

নিজস্ব প্রতিবেদকঃ প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৭:৩৪ অপরাহ্ণ

তরুণ অভিনেতা সুরুজ খাঁন দর্শকদের প্রিয় অভিনেতা হতে চান । সুরুজ খাঁন একজন অভিনেতা, ব্লগার ও উদ্যোক্তা। ২০১৭ সালে ছোট এক শটফ্লিম দিয়ে তার অভিনয়ের জীবন শুরু করেন। তিনি অনেক অভিনয় করেছেন। চলতি বছরে প্রকাশ হয়েছে তার ৬ টি নাটক। এর বাইরে তিনি একজন সফল উদ্যোক্তা। ডিজিটাল মার্কেটিং জগতে জনপ্রিয় নাম। ছোটবেলা থেকেই নতুন কিছু করার প্রবল আগ্রহ তাকে আজকে নানামাত্রিক সাফল্য এনে দিয়েছে। অভিনয়ে সবসময়ই চেষ্টা করতেন নতুন কিছু করার। সেই ভাবনা থেকেই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে পা রাখা। অনেক স্বপ্ন নিয়ে তার কোম্পানি সুরুজ খাঁন ডিজিটাল চালু করেন। যার হাত ধরে আজ সাফল্যের পথে তিনি। কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং আবেগের সাথে, সংস্থাটি অল্প সময়ের মধ্যে শীর্ষে পৌঁছেছে। একজন সোশ্যাল মিডিয়া প্রভাবক এবং বিপণন কৌশলবিদ হিসাবে তিনি সারাদেশে কাজ করছেন। সেবা দিচ্ছেন সোশ্যাল মিডিয়া, চলচ্চিত্র ও নানা রকম ব্র্যান্ড ভিডিওর প্রচারে। সুরুজ খাঁন মনে করেন, শেখার অভ্যাস কখনোই বন্ধ করা উচিত নয়। যেদিন আপনি শেখা বন্ধ করবেন, সেদিন আপনি উপার্জন বন্ধ করবেন। অভিনয় জীবন নিয়ে তিনি বলেন, ‘আমি একজন অভিনেতা। এই কাজের জায়গাটি আমাকে আন্দোলিত করে। অনেক প্রতিকূলতার মধ্যেও নিজের স্বপ্নগুলো নিয়ে এগিয়ে যেতে চাই আমি। অভিনয়ের আঙিনায় ভালো কিছুর ছাপ রাখতে চাই।