ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে স্কুল ছাত্রকে পিটিয়ে আহত

এস এম আলমগীর চাঁদ ( পাবনা প্রতিনিধি ) প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণ

সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে স্কুল ছাত্রকে পিটিয়ে আহত । পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জেরে সুমন হোসেন (১৭) নামের এক স্কুল ছাত্রকে বেদম মারপিটের ঘটনা ঘটেছে। কলাগাছি রেল রাস্তার পাশে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত সুমন হোসেন কল্যানপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে। জানা যায়, ওমর আলির ছেলে বলরাম পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সুমন হোসেনের বন্ধুদের সাথে একই ক্লাসের কয়েকজনের কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়েছিলো কিছুদিন আগে।তারই জের ধরে রবিবার সন্ধ্যায় সুমনকে রেললাইনের পাশে একা পাওয়ায় কলাগাছি গ্রামের তফিজের ছেলে মারুফ, মোজাম্মেলের ছেলে ইমন,রশিদের ছেলে ছবুরসহ ১০/১২ জন মিলে সুমনকে বেদম মারপিট করে ফেলে রেখে যায়। পথচারীদের মাধ্যমে রাতে তার মা খবর পেয়ে তাকে অজ্ঞান অবস্থায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সুমনের মা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।