বান্দরবানেন রূমা উপজেলায় রুমা সদর ইউনিয়নে মুনলাই পাড়া ট্রেড সেন্টারে রুমা সেনা জোন এবং পাড়াবাসীর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷ সোমবার দুপুরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোন কমান্ডার, রুমা জোন লেফটেন্যান্ট কর্নেল ক ম আরাফাত আমিন, পিএসসি ৷ এই মতবিনিময় সভায় মুনলাই পাড়ার কারবারিসহ স্থানীয় বম সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷ এসময় উপস্থিত ব্যক্তিবর্গ মুনলাই পাড়ার বিভিন্ন সমস্যার কথা জোন কমান্ডারের সামনে তুলে ধরেন ৷ জোন কমান্ডার পাড়াবাসীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য আশ্বাস প্রদান করেন ৷ এছাড়াও রুমা জোন কর্তৃক মুনলাই পাড়ায় অতিসত্বর বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং শিক্ষা সামগ্রী বিতরণসহ সাধারণ মানুষের জীবযাত্রার মানোন্নয়নে বিভিন্ন সেবামূলক কর্মসূচির আয়োজন করা হবে বলে জোন কমান্ডার পাড়াবাসীকে অবহিত করেন ৷ শৈহ্লাচিং মারমা রুমা সংবাদদাতা
আপনার মতামত লিখুন :