ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

পাইকগাছায় দু’ ভ্যান চোর আটক।

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩০ অপরাহ্ণ

পাইকগাছায় দু’ ভ্যান চোর আটক।

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

পাইকগাছায় দুই ভ্যান চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দুটি ব্যাটারী চালিত ভ্যান সহ তাদেরকে আটক করা হয়। থানায় চুরি মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরি দর্শক আহাদ জানান, মঙ্গলবার সকালে উপজেলা রাড়ুলী ইউনিয়নের গুচ্ছ গ্রামে কয়রা উপজেলার জাইগীরমহল এলাকার জাবের সরদারের ছেলে রুবেল(২৫) ভ্যান চুরি করে নিয়ে বেড়াতে আসে। এলাকার লোকজন তার গতিবিধি সন্দেহ জনক হওয়ায় পুলিশকে সংবাদ দেয়। পুলিশ রুবেলকে ভ্যান সহ আটক করে। সে ভ্যান চুরির কথা স্বীকার করেছে। অপর দিকে একই দিন লস্কর ইউনিয়নের ওজির মালির ছেলে হুসাইন মালী(১৯) আলমতলার রাস্তার উপর থেকে ভ্যান চুরি করে পৌর সদরেরর সরল বাজারে একটি দোকানে ওই ভ্যানের ব্যাটারী খুলে বিক্রি করার সময় দোকান মালিক পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ভ্যান সহ চোরকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় চুরি মামলা হয়েছে। দুই চোর পুলিশের নিকট চুরির কথা স্বীকার করেছে। মঙ্গলবার বেলা ২ টায় গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।