ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

সাতক্ষীরা পৃথক অভিযানে ছাত্র দলের সভাপতিসহ আটক ১৪

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ

সাতক্ষীরা জেলা পুলিশের নিয়মিত অভিযানে রবিবার হতে সোমবার বেলা ১২টা পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান পরিচালনা করে বিএনপি জামায়াতের ১০ জন নেতা কর্মীসহ ১৪ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১ জন, কলারোয়া থানায় ২ জন, তালা থানায় ১, দেবহাটা থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ১ জন ও শ্যামনগর থানায় ২ জন আসামী রয়েছে। এরমধ্যে শ্যামনগর থানায় আটককৃতদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সময়ে নাশকতার অভিযোগে বিএনপি জামায়াতের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বিএনপির সক্রিয় কর্মী শ্যামনগর থানার কুলটুপুর গ্রামের মোঃ বাবর আলী গাজীর ছেলে মোঃ গোলাম মোহাম্মদ (২৮), একই থানার গৌরিপুর গ্রামের মোঃ মেহেদী ইমামের ছেলে বিএনপি সক্রিয় কর্মী মোঃ রাজকালী সেলিম(২৪)।

তাদেরকে শ্যামনগর থানার মামলা নাম্বার-৩৭, তারিখ-২৯/১০/২০২৩, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরণ উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

আটক অপর দুইজন হলেন জামায়োতর সক্রিয় কর্মী দেবহাটার উত্তর পারুলিয়া গ্রামের মৃত মোঃ মুক্তার আলীর ছেলে মোঃ ইদ্রিস সরদার(৫৫) সাতক্ষীরা থানার মামলা নাম্বার-১৭, তারিখ-১০/১০/২০২৩, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরণ উপাদানাবলী আইনের ৪/৫/৬ এবং সদরের ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শ্রীডাঙ্গা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে জাহিদ হাসান তুষান(২৭) সাতক্ষীরা থানার মামলা নাম্বার-১০, তারিখ-০৫/১১/২০২৩, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরণ উপাদানাবলী আইনের ৪/৫/৬ ধারার মামলায় আদালতে পাঠানো হয়েছে।