ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
কালিয়াকৈর এর চান্দরায় অভিনব কায়দায় জমি দখল । গাজীপুর জেলার কালিয়াকৈর থানার উত্তর চান্দরা এলাকায় অভিনব কায়দায় জমি দখল,প্রথমে কেয়ারটেকার সেজে ভাড়া উত্তলন পরে নিজেই মালিক বলে দাবি করে বাড়ি দখল। অবৈধ দখলকে কেন্দ্রকরে একাধিক সালিশি দরবার পরিশেষে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের,অভিযোগ টি করেছেন প্রকৃত জমির মালিক মোঃ আলমগীর হোসেন পিতা মৃত সামছুল মিয়া,তবে তিনি তার অভিযোগে উল্লেখ করেন ২৯/০৩/ ২০২১ সালে জৈনক খাদিজা ও দেলোয়ার হোসেন দ্বয়ের নিকট থেকে বাড়ি সহ জমি ক্রয় করেন যাহার দলিল নং (৩০২২)উক্ত বাড়ি টি টিনসেড দিয়ে নির্মাণাধীন। ভাড়াটিয়ারা উক্ত টিনসেড বাসায় আজ ও পর্যন্ত ভাড়ায় থাকেন,ভাড়ায় চালিত বাসাটির দেখভাল করার জন্য শফিক ভুৃঁইয়া পিতা ফয়েজ উদ্দিন গ্রাম চন্দ্রপুর ডাকঃ কাইতলা থানা কসবা জেলা বি বাড়িয়া/বর্তমান ঠিকানা সাং গুনটিয়া ডাকঘর গুনটিয়া, জামর্কী(১৯৪৪) মির্জাপুর টাঙ্গাইল কে কেয়ারটেকার হিসাবে উক্ত টিনসেড বাসাবাড়ির ভাড়া উত্তলন করার জন্য রাখা হয়। তবে সে প্রতারনার আশ্রয় নিয়ে ভুমিদস্যুদের সাথে যোগসাজশে মাস্টারপ্ল্যান করে প্রকৃত জমির মালিককে বিতাড়িত করতে,অপরের জমি সে নিজের জমি বলে দাবি করেন,এবং দির্ঘদিন ভাড়া না দিয়ে নিজেই ভোগ দখল করে চলেছেন,ভাড়ার টাকা চাইলে আজ দিব কাল দিব বলে কালক্ষেপন করেন ও মারমুখী আচারন এবং গুম হত্যার পরিকল্পনা করেন,বিষয়টি নিয়ে এলাকর গণ্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে একাধিক সালিশি বৈঠক বসলে প্রকৃত জমির মালিক মোঃ আলমগীর হোসেন সেটাই প্রমান হয়।তাৎক্ষণিক প্রতারক শফিক ভুৃঁইয়া মাস্টার প্লান করে আলমগীর কে গুম খুন করার পরিকল্পনা করেন সে কথার সত্যতা মেলে,বিষয়টি নিয়ে এলাকাবাসী মিমাংসা করার চেষ্ঠা করলে, প্রতারক কেয়ারটেকার শফিক ভুঁইয়া উক্ত জমির আর দাবি করবনা বলে অপরাধ স্বীকার করে চলে যায়,অতপর সে আরো জোরদার হয়ে চারটি রুমের একটি ভেঙ্গে সেখানে ইট বালুদিয়ে রুম তৈরির কাজে লিপ্ত হয়,তার এই অপকৌশল অবলম্বন করাটা বুঝতে পেরে,জমির প্রকৃত মালিক আলমগীর হোসেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে,স্থানীয় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনাসমূহ চুড়ান্ত তদন্ত করে প্রতারক শফিক ভুঁইয়া ও তার সহযোগী ভুমিদস্যুদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করেন এলাকাবাসী সহ সুধীসমাজ।
আপনার মতামত লিখুন :