ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

দাকোপে ইউপি সদস্য বিশ্বজিৎ রায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত

মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৪:০৬ অপরাহ্ণ

দাকোপে ইউপি সদস্য বিশ্বজিৎ রায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত । খুলনার দাকোপ উপজেলার ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বজিৎ রায় আজ সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহতহয়। জানা যায় ইউপি সদস্য বিশ্বজিত রায়ের মাথায় গুরুত্বর আঘাত ও জখম হয়। ঘটনাস্থল থেকে ইউপি সদস্যকে স্থানীয় লোকজন উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে জরুরী বিভাগে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রেখে চিকিৎসা করা হচ্ছে। চিকিৎসারত চিকিৎসক জানান সে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে কেটে গেছে তবে তার চিকিৎসা চলছে।