শ্রীমঙ্গলে একটি বসত ঘর থেকে শঙ্খিনী সাপ উদ্ধার । শ্রীমঙ্গলের একটি বাড়ির বসত ঘর থেকে দুর্লভ প্রজাতির একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে শ্রীমঙ্গল উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা শিক্ষক কল্যান দেবের বসত ঘর থেকে শঙ্খিনী সাপটি উদ্ধার করা হয়। ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব জানান, আমার বসত ঘরে একটি সাপ দেখে পরিবারের সবাই আতংকিত হয়ে পড়ে। সাথে সাথেই শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবকে ফোন দিয়ে জানাই। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, শ্রীমঙ্গল উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা কল্যান দেবের বাসায় একটি সাপ ঢুকে পড়ে। সাপটি দেখে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। আমার কাছে ফোন আসায় আমি সাপটি উদ্ধার করি। পরে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে হস্তান্তর করি। তিনি বলেন, সাপটি হয়ত খাবারের সন্ধানে ওই বাড়িতে ঢুকে পড়েছিল। দুর্লভ প্রজাতির সাপ এটি। সজল দেব আরও বলেন, শঙ্খিনী সাপের বৈজ্ঞানিক নাম বাংগারুস ফ্যাসিয়াটাস। সাপটির গায়ে কালোর মধ্যে হলুদ ডোরাকাটার কারণে সহজেই সাপটি চেনা যায়। সাধারণত মানুষ দেখলে সাপটি পালানোর চেষ্টা করে। মাথা ঝোপ বা মাটির মধ্যে লুকিয়ে রাখে। তখন সাপটির ভোঁতা লেজটিকে অনেকে মাথা ভেবে ভুল করেন।
আপনার মতামত লিখুন :