ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

গোবিন্দগঞ্জে ৯৪ বোতল ফেনসিডিল জব্দসহ মাদক কারবারি গ্রেফতার

মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ১২:২৮ অপরাহ্ণ

গোবিন্দগঞ্জে ৯৪ বোতল ফেনসিডিল জব্দসহ মাদক কারবারি গ্রেফতার । গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নেশাজাতীয় মাদকদ্রব্য অবৈধ ৯৪ বোতল ফেনসিডিল জব্দসহ আনোয়ার হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ গাইবান্ধা। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন নামের যুবক সে উপজেলার শাখাহার ইউপির শিহিগাঁও গ্রামের আইন উদ্দিনের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জের আসাদ মোড় এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য অবৈধ ৯৪ বোতল ফেনসিডিল ও মাদক বহনের মোটরসাইকেল জব্দসহ ধৃত আসামীকে গ্রেফতার করা হয়েছে। মাহমুদ বশির আহমেদ বলেন, ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান অব্যাহত রয়েছে। ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।