রূপগঞ্জে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ । সারা দেশে জেকে বসেছে শীত। আর এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় কাহিল এসব অসহায় ও দুস্থ মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকার নাহাটি গ্রামে ১৫০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন নাহাটি মানব কল্যাণ ঐক্য সংঘ। মোঃ নবীর হোসেন রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম সুমন,সদস্য ভুলতা ইউপি। শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকে সুবিধা বঞ্চিত ও গ্রামের দরিদ্র মানুষ। এসব অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন নাহাটি মানবকলান ঐক্য সংঘ। এ সময় ১৫০টি কম্বল এলাকার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানান সংগঠনের সভাপতি। তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। কার্যক্রমে সহায়তা দানকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথির বক্তৃতায় মো: নজরুল ইসলাম সুমন বলেন, দুর্ভোগহীন এক মানবিক সমাজ প্রতিষ্ঠায় নাহাটি মানব কল্যাণ ঐক্য সংঘ অন্যান্য কার্যক্রম দরিদ্র মানুষের মনে আশার সঞ্চার করেছে। আশা করি রূপগঞ্জে তাদের কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। উদ্বোধক মোঃ সোলায়মান মিয়া এর সার্বিক ব্যবস্থাপনায় মোঃ সেলিম খানের পরিচালনায় উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মো: মুসা মিয়া,উপদেষ্টা কবি নায়েব আলী,বিশেষ মেহমান হাফেজ মোঃ আবুল হাশেম, মোঃ আব্দুল হাই,মোঃ খোকন মিয়া,মোঃ রাজন ভূঁইয়া,মো: রানা মিয়া,মোঃ জুনায়েদ চৌধুরীসহ সংগঠনের সকল সদস্য বৃন্দ । উল্লেখ্য, নাহাটি মানবকলান ঐক্য সংঘ একটি সেচ্ছাসেবী সংগঠন। যা মানবিক দায়িত্ববোধে নিবেদিত তারুণ্যের আয়োজন। দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এ সংগঠনের প্রয়াস। দেশের সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে সংগঠনটি দেশের বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।
আপনার মতামত লিখুন :